ইসরাইল আজ ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দেবে

ইসরাইল আজ ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দেবে
ইসরাইল শনিবার (১ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাবাসে ছিল, ৫৪ জন দীর্ঘমেয়াদী কারাবন্দি এবং ১১ জন ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর আটক হয়। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ জানিয়েছেন, ইসরাইলের পক্ষ থেকে ১৮৩ বন্দির মুক্তির ঘোষণা করা হয়েছে, যার বিনিময়ে হামাস তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে। তাদের মধ্যে দুজন মার্কিন নাগরিক রয়েছেন। গত জানুয়ারি মাসে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর, হামাস বিভিন্ন বন্দির বিনিময়ে ইসরাইলি নাগরিকদের মুক্তি দেয়। এর আগে, থাইল্যান্ডের পাঁচজন ও তিন ইসরাইলিকে মুক্তি দেওয়া হয়, যার পরিমাণে ১১০ ফিলিস্তিনি মুক্তি পায়।